আসছে জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন স্পিন বোলিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রিশাদ-মেহেদী-সাকিবদের বোলিংয়ে বৈচিত্র নিয়ে আসতে বাংলার নতুন স্পিন গুরু হিসেবে দলের সাথে যুক্ত হবেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার মুশতাক আহমেদ। মঙ্গলবার (১৬ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে দলের সাথে যোগ দিবেন মুশতাক আহমেদ। তবে এখনই তার সাথে দীর্ঘস্থায়ী চুক্তি করছেনা বিসিবি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের সাথে কাজ করবেন অভিজ্ঞ এই কোচ।
ভারত বিশ্বকাপের পর একসঙ্গে বিদায় নেন বাংলাদেশ দলের ব্যাটিং, পেস বোলিং ও স্পিন বোলিং কোচ। এরপর গত ফেব্রুয়ারিতে ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্প আর পেস বোলিং কোচ হিসেবে আন্দ্রে অ্যাডামস টাইগার ডেরায় যুক্ত হলেও স্পিন বোলিং কোচের পদটি শূন্য ছিল এতদিন ধরে।
টাইগার স্পিনারদের কোচিংয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুশতাক। তিনি বলেন, ‘স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারা আমার জন্য অনেক সম্মানের। আমি খেলোয়াড়দের সঙ্গে আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই, তারা অনেক পারদর্শী। আমি সবসময় বিশ্বাস করি, বর্তমান সময়ে তারা অনেক বিপজ্জনক একটা দল। প্রতিভা এবং সম্পদ দিয়ে তারা যে কাউকে হারাতে সক্ষম। আমি তাদের মধ্যে এ বিশ্বাসটা তৈরি করতে চাই। আমি খুবই উচ্ছ্বসিত বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে।’
স্পিন বোলিং কোচ হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন মুশতাক আহমেদে। ৫৩ বছর বয়সী এই কিংবদন্তি এর আগে ২০০৮-২০১৪ সাল পর্যন্ত ছিলেন ইংল্যান্ড জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্বে। ২০১৮-১৯ মৌসুমে সামলেছেন ক্যারিবীয়দের স্পিনিং গুরুর দায়িত্ব। পাকিস্তান জাতীয় দলের হয়ে ২০২০-২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন সফল এই কোচ।