আগামী বছর মার্চের ২৩ তারিখে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের দলগুলো ইতোমধ্যেই শুরু করেছে গুছানোর পরিকল্পনা। এরইমধ্যে আইপিল নিলামের দিনক্ষণ চূড়ান্ত করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে বসবে এবারের আসরের নিলাম।
১৭তম আইপিএলে অংশ নিতে আবেদন করেছিলেন ভারতসহ বিশ্বের ১ হাজার ১৬৬ জন ক্রিকেটার। তবে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন মোট ৩৩৩ জন। এরমধ্যে ভারতের রয়েছেন ২১৪ জন আর বিদেশি ক্রিকেটার থাকবেন ১১৯ জন।
১৭তম আইপিএলের নিলামে অংশগ্রহণ করতে বাংলাদেশ থেকে নাম পাঠান মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম। বাংলাদেশ থেকে খেলতে আগ্রহী ৬ জনের মধ্যে নিলামের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন তিনজন। আর বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদসহ তিনজন।
বাংলাদেশের থেকে নিলামে জায়গা করে নেওয়া তিন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজ রহমানের। ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে উঠবেন দ্যা ফিজ। তাসকিনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ, আরেক পেসার শরিফুলের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি। ২০১৬ সাল থেকেই মুস্তাফিজ আইপিলে নিয়মিত মুখ। তাসকিন, শরিফুল সুযোগ পেলে এটিই হতে যাচ্ছে তাদের প্রথম আইপিএল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত থাকায় এবারের আইপিল নিলামে নাম দেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।