ফিলিস্তিনের গাজায় সংঘাত দ্রুত অবসানের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বার্তা সংস্থা রয়টার্সের সাথে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এমন আহ্বান জানান।সাক্ষাৎকারে তিনি একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনেরও প্রস্তাব করেছেন।
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ধ্বংসাত্মক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ এবং প্রভাবশালী রাষ্ট্রগুলোর ইতিবাচক হস্তক্ষেপ কামনা করেছেন ৮৭ বছর বয়সী ফিলিস্তিনি এই নেতা।
সাক্ষাৎকারে আব্বাস বলেন, ‘আমি শান্তিপূর্ণ প্রতিরোধের সাথে আছি। আমি একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের ভিত্তিতে এবং আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতায় আলোচনার পক্ষে। যা একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বশক্তি দ্বারা সুরক্ষিত একটি সমাধানের দিকে পরিচালিত করবে।’
গত এক বছরে পশ্চিম তীরে ইসরায়েলি হামলা বৃদ্ধি এবং ফিলিস্তিনের বেসামরিক নাগরিদের উপর সহিংসতা বৃদ্ধির কথা তুলে ধরেন আব্বাস। গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি।
গত দুই মাসে ইসরাইলী হামলায় ১৭,০০০ এর বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৪৬,০০০। আর বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১.৯ মিলিয়ন ফিলিস্তিনি নাগরিক।
অক্টোবরে হামাস যোদ্ধারা ইসরায়েলি শহরগুলোতে হামলার পর হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করে ইসরাইল। আন্তর্জাতিক চুক্তির প্রতি তার অঙ্গীকার ব্যক্ত করে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পুনরুজ্জীবিত করার, সংস্কার বাস্তবায়ন এবং বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তির ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনার রূপরেখা দিয়েছেন প্রেসিডেন্ট আব্বাস।
দীর্ঘদিন ধরে চলে আসা সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক চাপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে দখলদারিত্বের অবসানের প্রতিশ্রুতি পূরণ না করার জন্য ইসরায়েলকে দায়ী করেন তিনি।