বাংলাদেশের ১৫৩টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। এ ধরনের ঘটনা যাতে এবার না ঘটে, সেটার জন্য কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া যাবে না বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের এমপি মির্জা আজম।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টায় জামালপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আজম বলেন, প্রয়োজনে আমরাই ডামি প্রার্থী দেব, তার সঙ্গে প্রতিযোগিতা করে নির্বাচিত হব। ডামি মানে কী? মানে হলো, মনোনীত প্রার্থীরাই ডামি প্রার্থী দেবে। ঘোষণা দেওয়া ডামি প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীদের বিদ্রোহী হবে।
তিনি বলেন, ধরেন আমার এলাকায় জাতীয় পার্টির প্রার্থী আছে, অন্য রাজনৈতিক দলের প্রার্থী আছে আবার স্বতন্ত্র প্রার্থীও আছে। সেই জায়গায় আমার ডামি প্রার্থী দেওয়ার প্রয়োজন নেই। প্রার্থী থাকলে আমি ডামি প্রার্থী দেব কেন? যে জায়গায় কেউ নেই, সেই জায়গায় আমি ডামি প্রার্থী দেব।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরও বলেন, আমি আওয়ামী লীগের প্রার্থী। তাই আওয়ামী লীগ থেকেই ডামি প্রার্থী নির্ধারণ করা হবে। অন্য কেউ ডামি প্রার্থী বললে সেটা হবে না। স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থী হবে।
এদিকে, মতবিনিময় সভায় জামালপুর-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ সকল সাংবাদিকদের কাছে দোয়া চান। তিনি এমপি হিসেবে নির্বাচিত হলে এ জেলাকে সর্বোচ্চ উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন। পরে রাত ১২টার দিকে মতবিনিময় সভা শেষ হয়।