ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ভারতীয় ‘পিপ্পা’ সিনেমায় এ আর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহকপাট’ গানটির সুর বিকৃত করায় কয়েকদিন ধরেই বেশ উত্তাল সোশ্যাল মিডিয়া।
এ নিয়ে প্রতিবাদ করছেন দুই বাংলার শিল্পীরাও। প্রতিবাদে সরব দুই বাংলার গণ মানুষও। এবার দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবাদে সোচ্চার কানাডা প্রবাসীরা।
কারার ওই লৌহ কপাট গানের সুর বিকৃতির নিন্দা জানিয়েছেন কানাডার মন্ট্রিয়লের বাংলাদেশিরা। স্থানীয় সময় শুক্রবার রাতে নগরীর ক্যাফে রয়েল রেস্তোরাঁয় প্রতিবাদী সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন তারা।
মহান মুক্তিযুদ্ধের গবেষক তাজুল মোহাম্মদের উদ্যোগে এই সঙ্গীতানুষ্ঠানে কবির ‘রচিত কারার ওই লৌহ কপাট’ গান পরিবেশন করে অভিনব প্রতিবাদ জানানো হয়। মন্ট্রিয়লে বসবাসকারী বাঙালি সঙ্গীতশিল্পীরা এতে অংশগ্রহণ করেন।
প্রতিবাদী সঙ্গীতানুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাখাওয়াত হোসেন, মুক্তিযুদ্ধের গবেষক তাজুল মোহাম্মদ ও বাবলা দেব।