মিরপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্ট শ্রমিকরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে সহকর্মী নিহতের প্রতিবাদ ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা।

পৃথক দুটি দাবিকে সামনে রেখে রোববার (১২ নভেম্বর) সকালে মিরপুর ১০ ও ১১ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে বলেন, সকাল সোয়া ৮টার দিকে বেশ কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক রাস্তা অবরোধ করেন। বেতন বৃদ্ধির দাবিতে তারা রাস্তা অবরোধ করেছেন। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

উল্লেখ্য, গত কিছুদিন ধরে ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকরা আন্দোলন করে আসছে। এদিকে, গেলো ৭ নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা ঘোষণা করে মজুরি বোর্ড। তবে এ ঘোষণা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা।

এদিকে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে ভন্ডুল করতে ইতোমধ্যেই অনেক কারখানার মালিক ‘নো ওয়ার্ক নো পে’ পথে হেঁটে গতকাল একশোরও বেশি কারখানা বন্ধ ঘোষণা করেছে।