ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্র, হাঙ্গেরি ও ফ্রান্সের তিন বিজ্ঞানী। তারা হলেন- পিয়েরে আগোস্তিনি (যুক্তরাষ্ট্র), ফেরেঙ্ক ক্রাউস (হাঙ্গেরি) এবং অ্যান ল’ হুইলিয়ার (ফ্রান্স)।
মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।
রয়্যাল সুইডিশ একাডেমি জানায়, ইলেকট্রন গতিবিদ্যার পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করে কীভাবে আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরি হয়, তা নিয়েই গবেষণাটি পরিচালিত হয়। নোবেলজয়ী এই তিন পদার্থবিদ এমন আলোক ঝলকানি
তৈরি করেছেন যেগুলো ‘অতিদ্রুত চলাচলকারী’ ইলেক্ট্রনের স্ন্যাপশট নিতে পারে।
গ্যাসের মধ্যকার পরমাণুর সঙ্গে লেজার লাইটের মিথষ্ক্রিয়ার ফলে সৃষ্ট নতুন এক ধরণের প্রভাব আবিষ্কার করেন ফরাসি পদার্থবিদ অ্যান ল’ হুইলিয়ার। পিয়েরে আগোস্তিনি ও ফেরেঙ্ক ক্রাউস দেখিয়েছেন আগে যত স্বল্প সময়ের আলোক স্পন্দন বা পালস তৈরি করা সম্ভব মনে হয়েছিল, তারচেয়েও ছোট স্পন্দন তৈরি করা সম্ভব।
নোবেল কমিটি আরও জানায়, তারা আলোর অত্যন্ত সংক্ষিপ্ত স্পন্দন তৈরির যে উপায় প্রদর্শন করেছেন, সেটি ইলেকট্রনের চলাচল বা শক্তি পরিবর্তনের দ্রুতগতির প্রক্রিয়াগুলো পরিমাপ করতে ব্যবহার করা যেতে পারে। তাদের অবদানের ফলে দ্রুতগতির প্রক্রিয়াগুলো অনুসন্ধান করা সম্ভব হয়েছে, যা আগে অসম্ভব ছিল।
পিয়েরে আগোস্তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটি, ফেরেঙ্ক ক্রাউস জার্মানির মিউনিখ ইউনিভার্সিটি ও অ্যান ল’হুইলিয়ার সুইডেনের লান্ড ইউনিভার্সিটিতে গবেষণা করছেন।
পুরস্কার হিসেবে তারা পাচ্ছেন মোট প্রায় এক কোটি ১০ লাখ ক্রোনার।
এর আগে গতকাল চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়।
পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকা সর্বদা গোপন রাখে নোবেল কমিটি।
আগামীকাল বুধবার রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর ৫ অক্টোবর সাহিত্যে ও ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম জানা যাবে। আগামী ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির নোবেল।