সরকার একনায়কতন্ত্র কায়েম করছে: জি এম কাদের

সরকার আইন সংস্কার করে দেশে একনায়কতন্ত্র কায়েম করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি জানান, এ সরকার গণতন্ত্র ও অর্থনীতিকে ধ্বংস করছে। 

শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, এক সময় মানুষ আর টেলিভিশন দেখবে না। টেলিভিশনগুলোতে সরকারের গুণাবলী প্রকাশ হবে। দেশের মানুষ এক টাকা পায় না কিন্তু দেশ থেকে হাজারো কোটি টাকা পাচার হচ্ছে। দুর্নীতিতে দেশ ভেসে গেছে।

জিএম কাদের বলেন, দেশের মালিক জনগণ। কিন্তু সরকার তাদের সমালোচনা করার সুযোগ দিচ্ছেন না। সরকার রাষ্ট্রকে নিজের মতো করে ব্যবহার করছে। যেখানে জনগণের কোনো কথা শুনছে না। যেখানে সরকারের ইচ্ছেমতো দেশকে ব্যবহার করছে, সেখানে বলা যায় এটি একটি গণতন্ত্রহীন সরকার ব্যবস্থা।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শেরিফা কাদেরের সভাপতিত্বে ও সদস্যসচিব জাহিদ হাসানের সঞ্চালনায় এ সময় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দিন আহমেদ, কে টি ইউ তাসুর রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া, মেজর (অবঃ) রানা মো. সোহেল, চেয়ারম্যানের উপদেষ্টা পনির উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।

leave a reply