রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সুস্মিতা সাহা নামে এক নারী চিকিৎসক ঘুমের ওষুধ খেয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সুস্মিতা জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আরামনগর গ্রামের সনজিৎ কুমার ও ডলি রানির সন্তান। তিনি রাজধানীর ভাষানটেকে থাকতেন।
শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, একটি মুসলিম ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুস্মিতার। ধারণা করা হচ্ছে, তাদের সম্পর্ক অবনতি হওয়ার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এজন্য তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তার আত্মীয় স্বজন ইম্পালস হসপিটালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ সময় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এছাড়া সুস্মিতা মিরপুর-১৪ ডেন্টাল কলেজ থেকে ডাক্তারি পাস করেন। বর্তমানে তিনি কোথায় চেম্বার করতেন সেটা জানা যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি।