রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার বিকেল তিনটায় ছাত্রলীগের উদ্যোগে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে সারাদেশ থেকে পাঁচ লাখ শিক্ষার্থী সমাগমের আন্দাজ করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
জানা গেছে, ১২টার আগেই নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করছেন। উদ্যানের কালী মন্দির গেট, বাংলা একাডেমির সামনের গেট ও টিএসসির গেট দিয়ে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীদের প্রবেশ করতে দেখা যায়।
বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েক হাজার শিক্ষার্থী কালী মন্দিরের গেট দিয়ে উদ্যানে প্রবেশ করেন। এছাড়া ঢাকার বাইরের থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে প্রবেশ করছেন নেতাকর্মীরা। এসময় বিএনপি-জামায়াত বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বলেন, আমরা আমাদের ক্যাম্পাস থেকে কয়েক হাজার শিক্ষার্থী নিয়ে সমাবেশস্থলে যোগ দিয়েছি। ছাত্রলীগের মহাসমাবেশকে সফল করতেই আমাদের ইউনিটের সকল নেতাকর্মী একযোগে সমাবেশে অংশগ্রহণ করেছে।