এবার লেবার পার্টিতে ভাঙনের সুর

বাংলাদেশ লেবার পার্টি থেকে দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে পার্টির মহাসচিব মো. ফারুক রহমানকে চেয়ারম্যান এবং পার্টির ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলামকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় স্বার্থ ও সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য ডা. মোস্তাফিজুর রহমান ইরানকে বাংলাদেশ লেবার পার্টির প্রাথমিক সদস্য পদসহ চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সব যুগ্ম মহাসচিব, ভাইস চেয়ারম্যান, জেলা ও মহানগর নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব মো. ফারুক রহমানকে চেয়ারম্যান এবং পার্টির ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলামকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে।

পার্টির নতুন চেয়ারম্যান ও মহাসচিব

এদিকে, এ বিষয়ে ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, তিন মাসেই আগেই ফারুক রহমানকে বহিষ্কার করা হয়েছে। তিনি লেবার পার্টির কেউ নন। তাহলে তিনি তো আমাকে বহিষ্কার করতে পারেন না। বরং তার সঙ্গে লেবার পার্টির কোনো সম্পর্ক নেই।

এর আগেও একাধিকবার দলটিতে ভাঙন ধরে। সর্বশেষ ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের আগে দলটির তৎকালীন মহাসচিব হামদুল্লাহ আল মেহেদির নেতৃত্বে একটি অংশ জোট থেকে বেরিয়ে আসে।

১৯৭৪ সালে মাওলানা আবদুল মতিনের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার প্রথম বছরেই ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সব রাজনৈতিক দল নিষিদ্ধ হলে লেবার পার্টিও নিষিদ্ধ হয়। পরে লেবার পার্টি ১৯৭৭ সালের ২২ অক্টোবর মাওলানা আবদুল মতীন ও মাওলানা গোলাম মোস্তফার নেতৃত্বে আবারও রাজনীতিতে ফিরে আসে।

leave a reply