ইবি শিক্ষার্থী স্নিগ্ধার মৃত্যু রহস্য উন্মোচনের দাবি টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভূমি ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নওরীন নুসরাত স্নিগ্ধার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মৌন মিছিল ও মানববন্ধন করেছে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতি। নিহত স্নিগ্ধা টাঙ্গাইল জেলার শিক্ষার্থী ছিলেন।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মুখে কালো কাপড় বেঁধে অনুষদ ভবনের সামনে থেকে মৌন মিছিলটি শুরু করেন শিক্ষার্থীরা। পরে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে মানববন্ধন করেন তারা। এসময় তারা স্নিগ্ধার মৃত্যুর রহস্য উন্মোচনের দাবি জানান।

মানববন্ধনে সংগঠনটির উপদেষ্টা ও চারুকলা বিভাগের প্রভাষক রায়হান উদ্দীন ফকির, সভাপতি নাসির উদ্দিন আবির, সহ-সভাপতি মূসা হাশেমী, দপ্তর সম্পাদক সুজন মাহমুদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মূসা হাশেমীর সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি সুরাহা করতে আমাদের জেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাহায্য কামনা করছি। একাধিক মানববন্ধনের পরেও তদন্তে এটি নিয়ে গড়িমসি কাম্য নয়। আশা করি খুব দ্রতই রহস্য উন্মোচন হবে এবং দোষীদের শাস্তির আওতায় আনা হবে।

টাঙ্গাইল জেলা কল্যাণ সমিতির সভাপতি নাছির উদ্দিন আবির মানববন্ধনে বলেন, ‘নওরীন আমাদের জেলার মেয়ে। তার মতো ভালো মনের একজন মানুষের মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া আমরা কোনভাবে মেনে নিতে পারিনা। আজ পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণসহ প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহণ করতে আমরা মৌনমিছিল করেছি। ভবিষ্যতে আমরা আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবো।’

সংগঠনের উপদেষ্টা চারুকলা বিভাগের প্রভাষক রায়হান উদ্দীন ফকির বলেন, ‘বেশ কয়েকবার আমার নওরীনের সঙ্গে কথা হয়েছে। সে আমাদের বিশ্ববিদ্যালয়কে তার বিতর্ক ও যুক্তিতর্কের মাধ্যমে দেশের কাছে রিপ্রেজেন্ট করেছে। আমি শুনেছি আত্মহত্যার বিরদ্ধে সচেতন করতেও সে কাজ করে গেছে। আজ তার মৃত্যুই আত্মহত্যা নাকি হত্যা আমরা জানিনা। আমি দাবি জানাই এই রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।’

leave a reply

Reendex

Must see news