সিডনির অলিম্পিক পার্কের একর স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার সাথে সাথে আনন্দে আত্নহারা হয়ে উঠে স্পেনের নারী ফুটবলাররা। কেউ আনন্দে লুটিয়ে পড়েন মাটিতে, কেউ কেউ আবার পনস্পরের দিকে ছুটে যান দ্বিগবিদিক জয়ের উন্মাদনায়। নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের আনন্দ তো এমন বাঁধভাঙাই হওয়ার কথা। এই আনন্দে শুধু ফুটবলাররা নন, উচ্ছ্বাসে ভেসে গেছে ভক্ত-সমর্থক থেকে শুরু করে ফুটবল ফেডারেশনের কর্তা-ব্যক্তিরা সকলেই। তবে সেই উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে কিছুটা লাগাম হারিয়েছিলেন স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস।
ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো স্পেনের মেয়েরা বিশ্বকাপ জেতার পর পুরস্কার বিতরণী মঞ্চে পদক নিতে আসা স্প্যানিশ মিডফিল্ডার হেনিফার হেরমোসোকে ঠোঁটে চুমু দেন রুবিয়ালেস। এর পর থেকেই তাঁকে নিয়ে তীব্র সমালোচনা। তবে সেসব সমালোনচনাকে পাত্তা না দিয়ে উল্টো সমালোচকদের একহাত নেন তিনি। তবে দেরিতে হলেও বোধোদয় হয়েছে তাঁর। চুমু-কাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধান।
শুধু চুমু বিতর্কই নয়, বৈশ্বিক আসরে স্প্যানিশদের সাফল্যের রাতে বেশ বিরক্তি কুড়িয়েছেন রুবিয়ালেস। বিশ্বকাপ জয়ের পর স্পেনের মেয়েদের উদযাপনের সময় বারবার ছবিতে পোজ দিতে ঢুকে যাওয়া, মেয়েদের হাত থেকে ট্রফি নিয়ে স্পেনের রানিকে দেওয়া, শেষে লকার রুমে ঢুকে হাসিঠাট্টা করা- সবকিছু মিলিয়ে নেতিবাচক শিরোনামে পরিণত হয়েছিলেন লুইস রুবিয়ালেস।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ‘আমাকে স্বীকার করতেই হবে, আমি সম্পূর্ণ ভুল ছিলাম। আমাকে ক্ষমা চাইতে হবে, এ থেকে শিক্ষা নিতে হবে। আমাকে বুঝতে হবে, যখন সভাপতির মতো দায়িত্বে থাকবেন, আপনাকে আরও সতর্ক হতে হবে।’
2 Comments
7tq7bl
qf4kin