মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) পদে নিয়োগ পেলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ। তিনি বিসিএস তথ্য ক্যাডারের ২৮ ব্যাচের কর্মকর্তা।
সুফি আব্দুল্লাহিল মারুফের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।
মালয়েশিয়া কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে নতুন সৃষ্ট এ পদে তাকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার এ সংক্রান্ত নোটিফিকেশন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মালয়েশিয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন প্রেস উইংয়ে চার বছর মেয়াদের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সরকারি বিধি মোতাবেক বেতন ও ভাতা প্রাপ্য হবেন বলেও এতে জানানো হয়।
সুফি আব্দুল্লাহিল মারুফ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাজ্যের রেডিং বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।