মানুষের কত বিচিত্র রকমের শখ থাকে। এগুলো নিয়ে তারা খবরের শিরোনামও হন। এমনই লঙ্কাকাণ্ড ঘটিয়েছেন দুই মার্কিন নাগরিক। ফ্রান্সের প্যারিসের আইফেল টাওয়ারের ওপর ঘুমন্ত অবস্থায় দুই মাতাল মার্কিনীকে পাওয়া গেছে। দুজনই নাক ডেকে ঘুমাচ্ছিলেন বলে নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে।
স্থানীয় সময় সোমবার ভোরে আইফেল টাওয়ার খোলার আগে তল্লাশির সময় নিরাপত্তারক্ষীদের নজরে আসেন তারা। পরে একটি বিশেষজ্ঞ ইউনিটসহ অগ্নিনির্বাপক কর্মীদের সাহায্য নিয়ে তাদের নামানো হয়। আগের রাতে নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে তারা সেখানে উঠে পড়েন বলে জানিয়েছে আইফেল টাওয়ার কর্তৃপক্ষ।
ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্যারিস থানায় নিয়ে যাওয়া হয়। ফৌজদারি অভিযোগ দায়ের হতে পারে তাদের বিরুদ্ধে। এমন কাণ্ডের ফলে সোমবার সকালে টাওয়ারটি জনসাধারণের জন্য খুলে দিতে প্রায় এক ঘণ্টা দেরি হয়।
এর আগে শনিবার বোমা হামলার হুমকি জেরে আইফেল টাওয়ারের তিনটি তলা খালি করা হয়েছিল। এরপর পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা সেখানে তল্লাশি চালান।
’লা ডেম দে ফের’ (ফরাসি ভাষায় আয়রন লেডি) নামে পরিচিত আইফেল টাওয়ারের উচ্চতা ৩৩০ মিটার (১০৮৩ ফুট)। এটি প্যারিসের সবচেয়ে উঁচু কাঠামো।
১৮৮৭ সালের জানুয়ারিতে প্যারিসের আইফেল টাওয়ার নির্মাণ শুরু হয়। কাজ শেষ হয় ১৮৮৯ সালের ৩১ মার্চ। প্রতি বছর বিশ্বের লাখ লাখ পর্যটক আইফেল টাওয়ার দর্শন করতে যান।