টঙ্গীতে চলন্ত ট্রেনে ছিনতাই!

গাজীপুরে টঙ্গীতে চলন্ত ট্রেনেই ছিনতাইকারীরা হানা দিয়েছে। এসময় ঢিল ছুড়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তার। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় টঙ্গী রেলওয়ে জংশনের আউটার সিগনালে এ ঘটনা ঘটে।

যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায়। ঠিক সে সময় হঠাৎ ট্রেনটিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ঢিল ছুড়তে থাকে। এ সময় আতঙ্কিত যাত্রীরা আত্মরক্ষার্থে ছুটাছুটি শুরু করেন। কেউ কেউ ট্রেনের মেঝেতে শুয়ে পড়েন। এতে বেশ কয়েকজন আহতও হন। এ সময় ট্রেনের এক টিটিইকে ছুরি দিয়ে আঘাত করা হয়। ট্রেনের টিটিই বলেন, আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে পাথর ছোড়াছুড়ি দেখে দরজা বন্ধ করে দিই। পরে জানালার পাশ দিয়ে ছুরি দিয়ে আমাকে আঘাত করা হলে হাতে ক্ষত হয়।

ট্রেনের অপর এক যাত্রী বলেন, ট্রেনটি আউটার সিগন্যালে দাঁড়িয়ে গেলে এক যাত্রী প্রাকৃতিক কাজ সারতে নিচে নামেন। তিনি যখন প্রাকৃতিক কাজ সারছিলেন তখন জঙ্গল থেকে তিনজন ছেলে ছুরি দেখিয়ে তার কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তারা ট্রেনে ইটপাথর মারতে থাকে। এ সময় অনেকেই আহত হন।

টঙ্গী রেলওয়ে জংশনের দায়িত্বে থাকা তৌহিদুল ইসলাম বলেন, আউটার সিগন্যালে ট্রেনটি দাঁড়ানোর কিছু সময় পর জানতে পারি কয়েকটি বগিতে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কিছু বগিতে ঢুকতে না পেরে ইটপাটকেল নিক্ষেপ করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ট্রেনটি স্টেশনে নিয়ে আসি। তারা ১০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক ছোটন শর্মা বলেন, ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিক আমরা খবর পাইনি। কেউ অভিযোগ করেনি। তবে ট্রেনের স্টুর্য়াড আহত হয়েছেন শুনেছি। তার নাম পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি কমলাপুর রেলওয়ে স্টেশনে খবর নিয়ে জানাতে হবে।

leave a reply