সদ্যই মোদী-পদবী মামলা থেকে মুক্তি পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদির করা সেই মামলার সাজা দেশটির সুপ্রীম কোর্ট স্থগিতের ঘোষণার পর লোকসভার সদস্যপদও ফিরে পেয়েছেন রাহুল। যোগ দিয়েছেন সংসদের বর্ষাকালীন অধিবেশনেও। এবার লোকসভায় দেয়া এক ভাষণে মোদিকে অহংকারী রাবণের সাথে তুলনা করেছেন রাহুল গান্ধী।
মণিপুর নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মৌনতা ভাঙাতে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভাষণ দিতে গিয়ে অহংকারের প্রশ্নে তাঁকে গেঁথে রাহুল বলেন, ‘মণিপুরে তিনি ভারতমাতাকে হত্যা করেছেন। তাই আজও মণিপুর যাননি।রাবণের অহংকারের কারণে লঙ্কা ছারখার হয়েছিল।’ সেই সাথে রাহুল আরো বলেন, ‘মণিপুরের মানুষকে হত্যা করে আপনারা দেশকে হত্যা করেছেন। মণিপুরকে দুই প্রান্তে ভাগ করে দিয়েছেন। ঘৃণা ও বিভাজনের রাজনীতি বন্ধ না করলে ভারতমাতার হত্যা বন্ধ হবে না।’
এখানেই থেমে থাকেন নি রাহুল গান্ধী। মণিপুর-হরিয়ানাসহ দেশের নানা প্রান্তে সহিংসতার জন্য ক্ষমতাসীন দলের কড়া সমালোচনা করেন কংগ্রেস প্রধান। বলেন, ‘সারা দেশে আপনারা ঘৃণা ও হিংসার কেরোসিন ঢেলে আগুন জ্বালাচ্ছেন। যেমন আগুন জ্বালিয়েছেন মণিপুর, হরিয়ানায়। দেশপ্রেমের বড়াই করেন আপনারা। কিন্তু আপনারা দেশদ্রোহী।’
সেই সাথে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় এই নেতা। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রাহুল বলেন, ‘আপনি ভারতমাতার রক্ষক নন। আপনি ভারতমাতার হত্যাকারী। ভারত আমার মা। মণিপুরে সেই ভারতমাতাকে আপনি হত্যা করেছেন। হিংসার রাজনীতি বন্ধ না করলে প্রতিদিন ভারতমাতার নিধন হবে।’