দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে কারাদণ্ড দেওয়ায় প্রতিবাদ সমাবেশ ডেকেছে বিএনপি। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে দুপুরে এই সমাবেশ শুরু হবার কথা রয়েছে। তবে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে শুক্রবার হঠাৎ বৃষ্টি হওয়ায় সমাবেশ শুরু হতে কিছুটা সময় লাগছে। বৃষ্টি কমে এলে সমাবেশ শুরু হবে বলে জানা গেছে।
সমাবেশে যোগ দিতে ইতোমধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাড়ছে নেতাকর্মীদের ভিড়।
শুক্রবার (৪ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, প্রতিবাদ সমাবেশ যোগ দিতে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। এসময় বিএনপি নেতাকর্মীদের সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। নেতাকর্মীরা বলছেন, এই সরকার অবিলম্বে পদত্যাগ করুক।
পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান।
সমাবেশে আসা কয়েকজন বিএনপির নেতা বলেন, বিচারপতিদের স্বাধীনতা হরণ করে সরকার তারেক রহমান ও তার সহধর্মিণীর বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়েছে। এ রায়ে দেশের জনগণ ক্ষুব্ধ। তারা অবিলম্বে এই রায় প্রত্যাহারের দাবি জানান।
তবে দুপুর ১২টার দিকে সমাবেশের জন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। মঞ্চের পাশে বাঁশের ঘেরা দিয়ে সিনিয়র নেতাদের বসার জন্য চেয়ারও বিছিয়ে দেওয়া হয়। সমাবেশে যোগ দিতে কেরানীগঞ্জ থেকে আগেভাগে অনেক নেতাকর্মীও চলে আসেন। কিন্তু দুপুর সাড়ে ১২টার পর তুমুল বৃষ্টি শুরু হলে সমাবেশের ছন্দপতন ঘটে। বৃষ্টি থেকে বাঁচতে সমাবেশ স্থল ছেড়ে বিএনপি কার্যালয় ও আশপাশের ভবনে আশ্রয় নেন নেতাকর্মীরা। বৃষ্টি কমে এলে সমাবেশ শুরু হবে বলে জানা গেছে।
এদিকে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।
জানা গেছে, প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতারা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে অংশ নেবেন।