চলতি বছর জানুয়ারিতে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে নিয়ে সাড়া ফেলে দিয়েছিলো সৌদি ক্লাব আল নাসর। এরপর থেকে ইউরোপের বেশকিছু তারকাকে দলে ভিড়িয়ে নিজেদের লিগকে তারার মেলায় পরিণত করতে শুরু করে সৌদি প্রো লিগের ক্লাবগুলো। এরইমধ্যে দেশটির ফুটবলে পা দিয়েছে করিম বেনজেমা, এনগোলোকান্তে, রুবেন নেভেস, এদুয়ার্দো মেন্দি, রবার্তো ফিরিমিনোসহ অনেকেই। এবার সে তালিকায় যুক্ত হলেন সেনেগাল ফরোয়ার্ড সাদিও মানে।
মানের আল নাসরে যাওয়ার খবর শোনা গিয়েছিলো আগেই। অপেক্ষা ছিলো আনুষ্ঠানিকতার। লিভারপুলের হয়ে সম্ভাব্য সব ট্রফি জেতার পর নতুন চ্যালেঞ্জ নিতে গত বছর বুন্দেসলিগা ক্লাব বায়ার্নে গিয়েছিলেন সাদিও মানে। কিন্তু বাভারিয়ান ক্লাবটিতে আলো কাড়তে পারেননি দুবারের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার। চোটে পড়ে তিন মাস মাঠের বাইরে ছিলেন। এরপর সতীর্থ লিরয় সানেকে ঘুষি মেরে নিষিদ্ধ হন। এরপর থেকেই তার ক্লাব ছাড়ার গুঞ্জন শুরু হয়।
গত মৌসুমে ৩ বছরের চুক্তিতে বায়ার্নে আসেন মানে। তবে দুই মৌসুম বাকি থাকতেই বিদায় নিলেন জার্মান ক্লাবটি থেকে। তবে এই বিদায়ের প্রক্রিয়ায় খুব একটা খুশি নন ৩১ বছর বয়সী এই ফুটবলার। স্কাই জার্মানিকে দেয়া সাক্ষাৎকারে মানে বলেন, ‘বায়ার্ন থেকে চলে যাওয়াটা আমাকে যন্ত্রণা দিচ্ছে। আমি এভাবে বিদায় নিতে চাইনি।’
এরইমধ্য আল নাসরের সাথে চুক্তি সই হয়ে গিয়েছে মানের। দলবদলের এই খবর নিশ্চিত করেছে বায়ার্ন ও আল নাসর-দুই ক্লাবই। তবে চুক্তির বিস্তারিত জানায়নি কোন দলই। তবে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যমগুলোর খবর, ৩ বছরের চুক্তিতে মানেকে দলে টানতে ৩ কোটি ইউরোর খরচ করতে হয়েছে আল নাসরকে। বছরে ৪ কোটি ইউরো বেতন পাবেন মানে। এর বাইরে ফলভিত্তিক বোনাস হিসেবে আরও ১ কোটি ইউরো পেতে পারেন এই সেনেগালিজ ফরোয়ার্ড।
দ্রুতই দলের সাথে যোগ দেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন মানে। আর এর মধ্যদিয়ে হালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে জুটি বেঁধে দলটির আক্রমণভাগ সামলাবেন দুইবারের আফ্রিকান বর্ষসেরা ফুটবলার সাদিও মানে।