বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংসতার প্রতিবাদে দিনাজপুরের হিলিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রোববার বিকেল সাড়ে পাঁচটায় হাকিমপুর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন এবং পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
পরে হিলি এলএসডি গোডাউন মোড়ে পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি ছদরুল ইসলাম, আলিহাট ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, আলিহাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল মল্লিক টগর, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ আরও অনেকে। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ।
সমাবেশে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, বিএনপি জামায়াত সারাদেশে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির পাঁয়তারা করছে। হিলিতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আ’লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে।