গাবতলী থেকে আমানউল্লাহ আমান আটক

রাজধানীর গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে আমানউল্লাহকে আটকের পর পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়।

এর আগে বেলা ১১টার দিকে খালেক পরিবহনের বাস কাউন্টারের সামনে আমানউল্লাহ আমানের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা সড়কের একপাশে অবস্থান নেয়। কাছাকাছি দূরত্বেই অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও। এসময় বিএনপির কমপক্ষে পাঁচজন নেতাকর্মীকে ধরে পুলিশের কাছে তুলে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে পুলিশের সাথে কথা গেলে আমানউল্লাহ আমানকে পুলিশের এডিসি নাজমুল ফিরোজ বলেন, ‘আপনাদের এখানে অবস্থানের অনুমতি নেই। পাঁচ মিনিট সময় দেওয়া হলো, আপনারা চলে যান।’

এর জবাবে আমানউল্লাহ বলেন, ‘আমি কোথাও যাচ্ছি না।’ এরপর পুলিশ সদস্যরা দুবার তাকে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করে। এরপর পুলিশ ধাক্কা দিয়ে আমানউল্লাহ আমানসহ বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।  

এক পর্যায়ে মাজার রোডের নাবিল পরিবহনের সামনের সড়কে আমানউল্লাহ আমান শুয়ে পড়েন। এসময় পুলিশ তাকে সরানোর চেষ্টা করে। পরে তাকে একটি পুলিশ ভ্যানে তোলা হয়। পরে অসুস্থতার কথা জানালে পরে পুলিশ তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ‘গাবতলী থেকে আমান উল্লাহ আমানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। এ সময় তিনি অসুস্থতার কথা জানান। হাসপাতালে আনা হলে চিকিৎসকরা বলেন তার শারীরিক অবস্থা ঠিকঠাক আছে।

leave a reply