সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের নতুন লোগো উন্মোচন করা হয়েছে। নিজেদের অ্যাকাউন্টে নতুন লোগো উন্মোচন করেন
টুইটারের সত্ত্বাধিকারী ইলন মাস্ক ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো। সোমবার বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। নতুন এই লোগোতে সুপরিচিত নীল রঙের পাখির পরিবর্তে কালো পটভূমিতে সাদা রঙে ইংরেজি অক্ষর ‘এক্স’ ফুটিয়ে তোলা হয়েছে।
গত বছর অক্টোবরে টুইটারের মালিকানা কিনে নেন ইলন মাস্ক। এর পরপরই নিজের মূল প্রতিষ্ঠানের নাম বদলে ‘এক্স কর্প’ রাখেন মাস্ক। তার ভিত্তিতেই বানানো হয়েছে এই নতুন লোগো। এ মুহূর্তে ইয়াকারিনো ও মাস্কের টুইটার অ্যাকাউন্টে এক্স লোগোটি দেখা যাচ্ছে। তবে এই প্ল্যাটফর্মের অন্যান্য অংশে এখনো নীল রঙের পাখি সম্বলিত লোগোর উপস্থিতি রয়েছে। তবে ধীরে ধীরে সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে এই পরিবর্তন আসবে।
এক টুইট বার্তায় নতুন লোগো উন্মোচনের খবর দেন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো। সে বার্তায় তিনি লেখেন, ‘এক্স চলে এসেছে! আসুন আমরা এগিয়ে যাই।’ একইসঙ্গে সান ফ্রানসিসকোতে টুইটারের অফিসের দেয়ালে লেজারের মাধ্যমে নতুন লোগো সম্বলিত একটি ছবিও প্রকাশ করেন তিনি।