প্রতিটি দলবদলের মৌসুম অনেকটাই নাটক-সিনেমার চিত্রনাট্যের মতো। দলবদলের সময়টাতে চারপাশে নানা রকম গুঞ্জন চলতেই থাকে। আর সেটি যদি হয় কোন তারকা ফুটবলারকে নিয়ে, তাহলে সেটি পায় ভিন্নমাত্রা। এবারের গ্রীষ্মকালীন দলবদলের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ইংলিশ ফুটবলার হ্যারি কেইন। দীর্ঘ সময় ধরে টটেনহামে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের তাড়নায় ক্লাব ছাড়ার গুঞ্জন রয়েছে। এরপর থেকেই তাকে পাওয়ার লড়াইয়ে নেমেছে বেশ কয়েকটি ক্লাব। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে বায়ার্ন মিউনিখের নাম। জার্মান পরাশক্তি ক্লাবটি এরই মধ্যে দুই দফা প্রস্তাব দিয়েছে। তবে অর্থের অঙ্কে টটেনহামের সঙ্গে বনিবনা হচ্ছে না। তবে আবারো কেইনের জন্য টটেনহামকে নতুন প্রস্তাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে বায়ার্ন।
ইংলিশ ক্লাবটি কেইনকে অন্তত ১০ কোটি পাউন্ডে বিক্রি করতে চায়। কিন্তু বায়ার্ন প্রস্তাব করেছিল যথাক্রমে ৭ কোটি ও ৮ কোটি পাউন্ড। লন্ডনের দ্য টাইমস জানিয়েছে, টটেনহাম রাজি না হওয়ায় বায়ার্ন তৃতীয় প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে অর্থের অঙ্ক এবার কেমন থাকবে, তা নিশ্চিত নয়। প্রাক–মৌসুম প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ায় সফর শেষে এখন থাইল্যান্ডে আছে টটেনহাম। সেখান থেকে সিঙ্গাপুর ঘুরে এ মাসের শেষ দিকে ইংল্যান্ডে ফিরবে টটেনহাম।
এদিকে কেইনের দলবদল নিয়ে খানিকটা অস্বস্তিতে আছেন টটেনহাম কোচ অ্যাঞ্জে পোস্তেকগলু। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত পেতে চান তিনি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এটা সত্যি যে ব্যাপারটা নিয়ে আমি স্বস্তিতে নেই। আমি মনে করি, সবার ভালোর জন্যই বিষয়টির মীমাংসা দরকার। এই পরিস্থিতি হ্যারির জন্য ভালো হচ্ছে না, ক্লাবের জন্য ভালো হচ্ছে না, কারও জন্যই ভালো হচ্ছে না।’
১০ মৌসুম ধরে টটেনহামে আছেন কেইন। চুক্তি আছে আরও এক বছরের। তবে ২৯ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড ক্যারিয়ারে এখনো চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি। তাই ইংলিশ ক্লাবটির সাথে দীর্ঘ সম্পর্কের ইতি টানতে পারেন এবার। আবার গত বছর রবার্ট লেভানডভস্কি বার্সেলোনায় চলে যাওয়ার পর লিভারপুল থেকে সাদিও মানেকে নিয়েছিল জার্মান ক্লাবটি। তবে বায়ার্নের প্রত্যাশা পূরণ করতে পারেননি মানে। তাই সামনের মৌসুমের আগেই ভালো একজন স্ট্রাইকারের জন্য উন্মুখ হয়ে আছে বায়ার্নও। জার্মান দৈনিক বিল্ডের খবর, এরইমধ্যে নাকি মিউনিখে বাসা খুঁজতে শুরু করেছেন কেইনের স্ত্রী কেটি।