বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে হতে যাচ্ছে প্রথম কিডনি প্রতিস্থাপন। দেশসেরা বিশেষায়িত এ হাসপাতালটির এই পথচলাকে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেছে হাসপাতাল প্রশাসন।
সোমবার সকালে সুপার স্পেশালাইজড হাসপাতালের প্রথম কিডনি ট্রান্সপ্লান্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা: মোঃ শারফুদ্দিন আহমেদ।
সোমবার সকাল আটটায় বিশেষায়িত এ হাসপাতালটির মডুলার ওটি ১ এবং ২ এ দেশের স্বাস্থ্যখাতের ঐতিহাসিক এ কর্মযজ্ঞ সম্পাদন হবে বলে জানানো হয়েছে। বিএসএমএমইউ এর প্রশাসনিক কর্মকর্তা সুব্রত মন্ডল আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক শাখার দেয়া তথ্য অনুযায়ী ৪২ বছর বয়সী সুজন রায় হতে যাচ্ছেন এই বিশেষায়িত হাসপাতালটিতে কিডনি প্রতিস্থাপনের সেবা পাওয়া প্রথম রোগী। তার গ্রামের বাড়ি পিরোজপুরে বলে জানা গেছে। সুজন রায়কে নিঃশর্ত কিডনি দান করবেন তারই আপন ছোট ভাই ৪১ বছর বয়সী সুষেন রায়।
ইতোমধ্যেই ঐতিহাসিক এ কর্মযজ্ঞটির সফলতা নিশ্চিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। একটি সফল কিডনি প্রতিস্থাপন সম্ভব হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।