১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

সাধারণ জনগণের চিকিৎসা সেবা নিশ্চিতে স্বচরাচর দেশের সরকারি হাসপাতালগুলোই প্রথম এবং শেষ ভরসাস্থল। দেশজুড়ে প্রতিদিনই অসংখ্য রোগী সাধারণ এমনকি বিশেষায়িত সেবা নিচ্ছেন এসব হাসপাতালগুলোতে। কেবল নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্তরাই এখানে সেবা নেন, অনেকেরই মনে এটি বদ্ধমূল ধারণায় পরিণত হয়েছে।

অথচ চিরাচরিত এ ধারণাকে ভুল প্রমাণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ পরীক্ষা করাতে আসেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।

চোখ পরীক্ষা শেষে প্রধানমন্ত্রী জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ঘুরে দেখেন। এ সময় হাসপাতালে উপস্থিত রোগীদের সাথেও কথা বলেন সরকার প্রধান। তিনি তাদের সাথে কুশল বিনিময় করে তাদের কাছে দোয়া চান।

বরাবরই প্রধানমন্ত্রী তার চোখের চিকিৎসা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল করে থাকেন।

leave a reply