ন্যাটোভুক্ত দেশগুলোর সুরক্ষা নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র

ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে অনুষ্ঠিত ইউএস-নর্ডিক লিডার্স সামিট ২০২৩ এ যোগ দিয়ে নিজের প্রতিক্রিয়া জানান বাইডেন।

দিনব্যাপী সফরের মধ্যে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসটোর সাথে আলাদাভাবে বৈঠক করেছেন তিনি। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন, নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন এবং আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাট্রিন জ্যাকবসডোতির সাথে আলোচনায় বসেন।

এই সম্মেলনের আলোচনায় ইউক্রেন রাশিয়া চলমান যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা সহযোগিতা এবং উদীয়মান প্রযুক্তির বিষয়ে আলোচনা করা হয়।

গত বছর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোর সদস্যপদ চেয়েছিল। জোটটি এপ্রিলে ফিনল্যান্ডকে অনুমোদন দিয়েছিল, কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয় এমন গোষ্ঠীগুলোর প্রতি সুইডেন নমনীয়, তুরস্কের এমন অভিযোগের ফলে সুইডেনের আবেদন আটকে যায়।

সম্মেলন শেষে যৌথ সংবাদ সম্মেলনে জো বাইডেন ফিনল্যান্ডকে ন্যাটোর নতুন সদস্য হিসাবে স্বাগত জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিনল্যান্ড দীর্ঘদিন ধরে বন্ধু কিন্তু তারা এখন আনুষ্ঠানিকভাবে মিত্র হলো।

তিনি বলেন, আমাদের মিত্র হিসেবে, আমরা ফিনল্যান্ডের জনগণকে জানাতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, ফিনল্যান্ডের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই প্রতিশ্রুতিগুলো কঠিন। আমরা ন্যাটো অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করব এবং এতে ফিনল্যান্ড অন্তর্ভুক্ত রয়েছে।

যৌথ ব্রিফিংয়ে ন্যাটোতে যোগদানের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ফিনল্যান্ডকে যে সমর্থন দিয়েছিল সে জন্য জো বাইডেনকে ধন্যবাদ জানান ফিনিস প্রেসিডেন্ট সাউলি নিনিসটো।

  • Wow, superb blog format! How long have you been running a blog for?

    you make blogging glance easy. The total look of your site is excellent, let alone
    the content material! You can see similar here najlepszy sklep

leave a reply