মাদারীপুরের শিবচরে স্ত্রীকে হত্যা মামলার আসামি খোকন শেখকে (৪৫) পাবনা থেকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার বিকেলে তাকে পাবনা পৌরসভার ২নং ওয়ার্ডের কাচারীপাড়ার একটি বাসা থেকে গ্রেফতার করে র্যাব ৮ এর একটি দল।
মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মো: রবিউল ইসলাম জানান, গত ৭ জুলাই শিবচরের মাদবরের চর ইউনিয়নের বাঁশ বাগান থেকে ঝরনা বেগম নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে শিবচর থানা পুলিশ। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে বিষয়টি আমলে নিয়ে র্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। পরে র্যাব ৮ ও ১২ এর সহযোগিতায় মামলার প্রধান আসামি খোকন শেখকে পাবনা পৌরসভার ২নং ওয়ার্ডের কাচারীপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, ঝরনা বেগম চার বছর আগে খোকন শেখকে বিয়ে করেন। বিয়ের পর থেকে খোকন শেখ নানা কারণে ঝরনাকে শারীরিকভাবে নির্যাতন করত। সর্বশেষ ঝরনার বোন শাহিদার সাথে গত ৪ জুলাই রাতে কথা হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। গত ৭ জুলাই বাড়ির পাশের বাগান থেকে নিহত ঝর্নার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে শিবচর থানা পুলিশ।
এ ঘটনায় নিহতের বোন শাহিদা বাদী হয়ে শিবচর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেইে খোকন শেখ আত্মগোপনে ছিল। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে জানায়, ঝরনা বেগমকে গলা টিপে হত্যা করে বাঁশ বাগানে পুঁতে রেখেছিল। আসামিকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।