লিওনেল মেসি নিজেই ঘোষণা দিয়েছেন ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন তিনি। তবে এ নিয়ে এখনো কেন ঘোষণা আসেনি মেজর লিগ সকারের দলটি থেকে। দুই পক্ষের চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা এখনো বাকি। মেসির পাশাপাশি দলে আরো বেশ কয়েকজন তারকা ফুটবলার টানতে পারে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। ব্যর্থতার দায়ে এ মাসের শুরুতেই ইংলিশ কোচ ফিল নেভিলকে ছাঁটাই করা মায়ামি রয়েছে নতুন কোচের সন্ধানে। আর এই দৌড়ে সবার থেকে এগিয়ে আছেন লিওনেল মেসির সাবেক কোচ জেরার্ডো
মার্তিনো।
ফুটবল বিশ্বে ‘টাটা’ মার্তিনো হিসেবেই বেশি পরিচিত এই আর্জেন্টাইন কোচ। লিওনেল মেসিকে কেন্দ্র করেই দল সাজাতে চায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের তথ্যমতে মেসির সাবেক ক্লাব সতীর্থ সের্হিও বুসকেতসও নাম লেখাতে পারেন মায়ামিতে। এর মাঝেই মার্তিনোর কোচ হওয়ার সংবাদটি দিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক সিজার লুইস মেরলো।
এর আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং আর্জেন্টিনা জাতীয় দলে মার্তিনোর অধীনে খেলেছিলেন মেসি। ২০১৩-১৪ মৌসুমে বার্সেলোনার এবং ২০১৪-১৬ মৌসুমে আর্জেন্টিনা দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন মার্তিনো। তবে ক্লাব কিংবা জাতীয় দল- মার্তিনোর জন্য দুই অভিজ্ঞতার কোনোটাই ভালো ছিল না। এক মৌসুম শেষে বিদায় নেন বার্সা থেকে। আর্জেন্টিনার হয়ে পরপর দুইবার কোপা আমেরিকার ফাইনালে খেললেও শিরোপা জেতাতে পারেননি।
মার্তিনো সর্বশেষ কোচ হিসেবে কাজ করেছেন মেক্সিকো জাতীয় দলে। কাতার বিশ্বকাপ থেকে মেক্সিকোর বিদায়ের পর সরে দাঁড়ান মার্তিনো। আবার স্থায়ী কোচের সন্ধান করছে ইন্টার মায়ামিও। দুইয়ে দুইয়ে চার মিললে পুরনো শিষ্যের সঙ্গে পুনর্মিলনী হতে যাচ্ছে ৬০ বছর বয়সী এই কোচের।
Wow, amazing blog format! How lengthy have you been blogging for?
you made blogging glance easy. The total look of your site is excellent, let alone the content
material! You can see similar here sklep