রাতের আঁধারে ইউক্রেনে রাশিয়ার হামলা

ইউক্রেনে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভসহ দেশটির পূর্ব থেকে পশ্চিমে বহু শহরকে লক্ষ্যবস্তু করে হামলা চালায় রুশ সেনারা।

যদিও কিয়েভে রাশিয়ার চালানো এই হামলার বেশিরভাগই প্রতিহত করার কথা জানিয়েছে ইউক্রেন। মঙ্গলবার (২০ জুন) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কিয়েভসহ ইউক্রেনের পূর্ব থেকে পশ্চিমে বহু শহরকে লক্ষ্য করে রাতের আঁধারে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রাতের এই হামলার সময় ইউক্রেনের বেশিরভাগ অংশজুড়ে কয়েক ঘণ্টা ধরে বিমান হামলার সাইরেন বাজানো হয়।

যদিও ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে জানানো হয়েছে, রাশিয়া ইরানের তৈরি যে ৩০টি শাহেদ ড্রোন হামলার জন্য পাঠিয়েছিল তার মধ্যে ২৮টি ড্রোনই ভূপাতিত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

এদিকে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, কিয়েভের আশপাশের আকাশসীমায় সশস্ত্র বাহিনী এবং আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ২০টি টার্গেট চিহ্নিত ও ধ্বংস করা হয়েছে।

এছাড়া ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ডের সীমান্ত থেকে ৭০ কিলোমিটার (৪৩ মাইল) দূরে অবস্থিত লভিভ শহরের সামরিক প্রশাসন বলেছে, নিঃসন্দেহে রাশিয়া এই শহরের একটি ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোতে’ আঘাত করেছে। হামলায় শহরটির বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে।

তবে ইউক্রেনের দেয়া প্রাথমিক রিপোর্ট বলছে, রাশিয়ার অতর্কিত এই হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ড জানিয়েছে, জাপোরিঝিয়ায় আক্রমণ চালাতে মোট সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। তবে এই শহরটিতেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইউক্রেন।

তবে স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করা সম্ভব হয়নি বলে রয়টার্সেও পক্ষ হতে জানানো হয়েছে। এছাড়া রাশিয়ার পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

leave a reply