জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রোববার সকাল নয়টায় পরীক্ষা শুরু হয়। ভর্তি পরীক্ষা চলবে ২২ জুন পর্যন্ত।
প্রথম দিন সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত প্রথম শিফটে (ছাত্র ও ছাত্রী) বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন-জেইউ এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়াও দ্বিতীয় শিফটে (ছাত্র ও ছাত্রী) সকাল ১০ টা ২৫ মিনিট থেকে বেলা ১১টা ২৫ মিনিট পর্যন্ত কলা ও মানবিক অনুষদভুক্ত ‘সি-১’ ইউনিটের চারুকলা বিভাগ এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এরপর বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুইটা ৫০ মিনিট পর্যন্ত তৃতীয় ও চতুর্থ শিফটে ছাত্রীদের এবং বেলা তিনটা ১৫ থেকে বিকেল পাঁচটা ৪০ মিনিট পর্যন্ত যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ শিফটে ছাত্রদের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট এবং কলা ও মানবিক অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম সমাজ বিজ্ঞান অনুষদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন, ‘আমরা পরীক্ষার কক্ষগুলো পরিদর্শন করেছি। আমরা পরীক্ষকদের সাথে কথা বলেছি। উপস্থিতির হার ৭০ থেকে ৭৫ শতাংশ ছিল। আমরা খুবই আনন্দিত যে প্রথম শিফটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।’
আাগামী ১৯ জুন ছাত্রদের ও ছাত্রীদের তিনটি করে মোট ছয়টি শিফটে অনুষ্ঠিত হবে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা। ২০ জুন ছাত্রদের চারটি ও ছাত্রীদের দুইটি সর্বমোট ছয়টি শিফটে অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এবং গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা।
২১ জুন ছাত্রীদের চারটি শিফটে ২২ জুন ছাত্রদের চারটি শিফটে অনুষ্ঠিত হবে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এছাড়াও ২৩ থেকে ২৫ জুন সকাল ১০টা থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ব্যবহারিক পরীক্ষা এবং ২৫ জুন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত নয় মে বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ৩১ মে মধ্যরাতে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কার্যালয়ের তথ্যানুযায়ী, এ বছর মোট সাতটি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগ ও তিনটি ইনস্টিটিউটে মোট এক হাজার ৮৮৮টি আসনের বিপরীতে আবেদন করেছেন দুই লাখ ৪৯ হাজার ৮৫৭ জন। পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৩৬ জন ভর্তিচ্ছু।
এ বছর ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে। সাতটি বিভাগে সর্বমোট ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৬ হাজার ৬৪ জন ভর্তিচ্ছু। সবচেয়ে কম সি’ ইউনিটের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগে ৬৪টি আসনের বিপরীতে পাঁচ হাজার ৬৫টি আবেদন জমা পড়েছে।
এছাড়া ‘এ’ ইউনিটে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভুক্ত সাতটি বিভাগে ৩৯৬টি এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে ৫০টি আসনের বিপরীতে সর্বমোট ৬১ হাজার ৮৬৪ জন, ‘বি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদের সাত বিভাগে ৩২৬টি এবং আইন অনুষদে ৬০টি আসনের বিপরীতে সর্বমোট ৪১ হাজার ৪৬৯ জন।
‘সি’ ইউনিটে কলা ও মানবিক অনুষদের সাতটি বিভাগে ৩৫৮টি এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে ৩০টি আসনের বিপরীতে মোট ৪১ হাজার ৪৪৫ জন, ‘ই’ ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদের চার বিভাগে ২০০টি আসনের বিপরীতে সর্বমোট ১৮ হাজার ৯৭ জন এবং আইবিএ জেইউ ইন্সটিটিউটে ৫০টি আসনের বিপরীতে সর্বমোট পাঁচ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
এবছর ছেলে ও মেয়ে আলাদা শিফটে অনুষ্ঠিত হচ্ছে ভর্তি পরীক্ষা। ৫৫ মিনিটের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের ৮০টি প্রশ্নের উত্তর দিতে হবে। বহুনির্বাচনী এ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২০ নম্বর কাটা যাবে। এই ৮০ নম্বরের সঙ্গে ভর্তিচ্ছুদের এসএসসি ও এইচএসসির জিপিএ এর ভিত্তিতে ২০ নম্বর যোগ করে মেধাতালিকা প্রস্তুত করা হবে।