ছিনতাইকারীর হামলায় জাবি শিক্ষার্থী জখম, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছিনতাইয়ের সময় চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দূবৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা- আরিচা মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৩ জুন) রাত পৌণে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী রাস্তায় বেঞ্চ ফেলে সড়কের আরিচাগামী লেন অবরোধ করে রাখেন। 

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শান্ত জাবালি তার বান্ধবীসহ সাভার থেকে ব্যাটারিচালিত রিক্সায় চড়ে ক্যাম্পাসে আসছিলেন। সাভারের সিএন্ডবি এলাকায় পৌঁছালে মুখোশপরা তিনজন ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে রিক্সার গতি রোধ করে। এসময় চাপাতি দিয়ে কোপ দিলে জাবালির ডান হাতের পাঁচটি আঙুল কেটে যায়। পরে তার কাছে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় জাবালিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। 

আহত শান্ত চন্দ্র শীল বলেন, ‘সন্ধ্যায় আমি আমার বান্ধবীসহ ক্যাম্পাসে আসছিলাম। এসময় মুখোশপরা তিনজন ব্যক্তি রিক্সার গতিরোধ করে আমাকে কোপ দেয়। পরে আমার মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও যদি ছিনতাইকারীর কবলে পড়তে হয় তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হয়?’ 

সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক বলেন, ‘এ বিষয়ে কথা আশুলিয়া থানার ওসি আপনাদের সাথে কথা বলবেন।’ 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি জেনেছি। সাভারের রাজ্জাক প্লাজায় একটি ঝামেলার কারণে প্রক্টর সেখানে রয়েছেন। আমি সহকারী প্রক্টরদের বলেছি তারা যেন বিষয়টি দেখেন।’ 

leave a reply