এভারটনের বিরুদ্ধে আনচেলত্তির মামলা

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটনের বিরুদ্ধে মামলা করেছেন কার্লো আনচেলত্তি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, লন্ডনের উচ্চ আদালতে গত শুক্রবার এভারটনের সাবেক নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আনচেলত্তির আইনজীবী।

২০২১ সালের জুনে দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদের দ্বায়িত্ব নেয়ার আগে এভারটনের কোচ ছিলেন আনচেলত্তি। এক প্রতিবেদনে গার্ডিয়ান জানায়, চুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে সাবেক ক্লাবটির বিরুদ্ধে এই মামলা করেছেন তিনি। তবে মামলার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এমনকি এভারটন কর্তৃপক্ষও এ বিষয়ে কিছু জানায়নি।

২০১৯ সালের ডিসেম্বরে সাড়ে চার বছরের চুক্তিতে এভারটনের প্রধান কোচ হন আনচেলত্তি। তবে করোনা মহামারির সময় অর্থনৈতিক সংকটে পড়ে যায় এভারটন। ফলে পরের কয়েক মৌসুমে তেমন কোন ফুটবলার কিনতে পারেনি দলটি। তাই এভারটনে আনচেলত্তির অধ্যায়টা খুব একটা ভাল কাটেনি। চুক্তির মেয়াদ প্রায় ৩ বছর বাকি থাকতেই রিয়ালে ফেরেন আনচেলত্তি।

এখনো অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত এভারটন। লিভারপুলের ব্রামলি-মুর ডকে নতুন স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ করতে পারেনি ক্লাবটি। এর মাঝেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিন বোর্ড সদস্য। এভারটনের ৯৪ শতাংশের মালিক ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী ফরহাদ মোশিরি। পরিস্থিতির পরিবর্তনে নতুন বিনিয়োগের কথা থাকলেও, বিপুল পরিমাণ টাকা ঢেলে সেখান থেকে লভ্যাংশ না আসায় ক্লাবটি থকে মুখ ফিরিয়ে নিতে পারেন তিনিও। এর মধ্যে আদালত চত্বরে দৌড়ঝাঁপ এভারটনের পরিস্থিতিকে আরো জটিল করে তুললো।

leave a reply

Reendex

Must see news