ইয়র্কশায়ারের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন

আইপিএলের পর এবার ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাসকিন আহমেদ। ইংলিশ কাউন্টির দল ইয়র্কশায়ার বেশ কয়েকটি ম্যাচের জন্য দলে নিতে চেয়েছিল তাসকিনকে। কিন্তু ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে তাসকিনকে বাইরের লিগে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির সঙ্গে আলোচনা করে তাই এ প্রস্তাব প্রত্যাখান করেছেন দেশ সেরা এই পেসার।

বর্তমানে ইয়র্কশায়ারের কোচের দ্বায়িত্ব পালন করছেন বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ ওটিস গিবসন। মূলত তার মাধ্যমেই এই প্রস্তাব আসে তাসকিন আহমেদের কাছে। তবে ওটিস গিবসনও বোর্ডের ভাবনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন। আশ্বাস দিয়েছিলেন, তাসকিনকে এমনভাবে খেলাবেন যেন তাঁর চোটে পড়ার শঙ্কা না থাকে। তবে কেন তাসকিনকে নিয়ে এই সতর্কতা সে বাস্তবতাটাও ভালই জানেন এই ক্যারিবিয়ান কোচ।

তবে এবারই প্রথম নয়। গত বছরও তাসকিনকে অনানুষ্ঠানিকভাবে ইয়র্কশায়ারে খেলার প্রস্তাব দিয়েছিলেন ওটিস গিবসন। সে আলোচনা বেশি দূর এগোয়নি। তবে সাবেক শিষ্যকে পেতে এখনই হাল ছাড়ছেন না গিবসন। আগামী বছর আবারো তাসকিনকে পেতে চান বলে জানিয়েছেন তিনি। এর আগে জাতীয় দলের ব্যস্ততা থাকায় আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন তাসকিন আহমেদ।

leave a reply