কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। সকালে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এবং চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কমপেক্ষ ২৫ জন আহত হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানান, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপির পক্ষের নেতাকর্মীদের নিয়ে সভা করার কথা ছিল মঙ্গলবার। এছাড়াও সকালে সমাবেশ করার কথা ছিল চৌদ্দগ্রাম সাবেক পৌর মেয়র মিজানুর রহমান ও শ্রীপুরের ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের।
সকালে মিজানুর রহমানের সমর্থকরা সমাবেশ শুরুর আগে সড়কে অবস্থান নেয় মুজিবুল হকের কর্মী সমর্থকরা। এসময় বিক্ষুব্ধ মেয়রের সমর্থকরা মুজিবুল হকের সভামঞ্চ ভাঙচুর করে। এর জেরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এদিকে, সংঘর্ষ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাড়ে তিন ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে বর্তমানে ধীর গতিতে যানবাহন চলছে।
মিয়া বাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ লোকমান হোসেন জানান, ‘সংঘর্ষের কারণে চৌদ্দগ্রাম বাজারে যানজট ছিল। এখন স্বাভাবিক হচ্ছে। আমরা কাজ করছি।’