গুঞ্জনটা ছিলোই, এবার তা বাস্তবে রূপ পেলো। ক্লেরমঁর ফুঁতের বিপক্ষে চলতি মৌসুমের শেষ ম্যাচ শুরুর আগেই লিওনেল মেসির প্যারিস ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা চলে আসে। ফলে ২০২২-২৩ মৌসুম শেষেই দুই বছরের সম্পর্কের ইতি হলো আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ও পিএসজির। দুই পক্ষের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয় ক্লাবের পক্ষ থেকে।
বিদায়বেলায় ক্লাবের ওয়েবসাইটে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে মেসিকে ধন্যবাদ ও শুভকামনা জানায় পিএসজি। সেই সাথে প্যারিসের ক্লাবটিতে অবদানের জন্য মেসিকে ধন্যবাদ জানিয়েছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। নিজের দেওয়া বিবৃতিতে মেসি বলেন, ‘আমি ক্লাব, প্যারিস শহর এবং এর মানুষদের এ দুই বছরের জন্য ধন্যবাদ দিতে চাই। আমি সবাইকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি।’
তবে বিদায়ের শেষটা রঙিন হয়নি মেসির। ক্লেরমঁরের বিপক্ষে হার দিয়ে পিএসজির অধ্যায় সমাপ্ত হলো। শেষবেলাতেও পিএসজির সমর্থকদের একাংশের দুয়ো শুনতে হয়েছে তাকে। তবে ২০২১ সালে যখন বার্সেলোনা থেকে পিএসজিতে আসেন মেসি, তখন দৃশ্যপট ছিলো ভিন্ন। প্রথম মৌসুমে নিজেকে খুব একটা মেলে ধরতে না পারলেও দ্বিতীয় মৌসুমে নিজের ছন্দ খুঁজে পেয়েছিলেন এলএমটেন। বিশ্বকাপের আগে ক্লাবের সেরা পারফর্মারদের একজন ছিলেন।
তবে বিশ্বকাপের পর থেকে বদলাতে থাকে চিত্র। বেতন ও চুক্তির মেয়াদ নিয়ে বনিবনা না হওয়ায় নতুন করে চুক্তি আলোর মুখ দেখেনি। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে পিএসজির বিদায়, ক্লাবের অনুমতি না নিয়েই সৌদি ভ্রমণের পর মেসির উপর নিষেধাজ্ঞার ঘটনা এবং সমর্থকদের দুয়ো- সব মিলিয়ে পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তোলে। যার কারণে ছিঁড়ে যাওয়া সম্পর্কের সুতা আর জোড়া লাগেনি।
পিএসজির হয়ে প্রথম মৌসুমে ৩৪ ম্যাচে ১১ গোলের পাশাপাশি ১৫টি অ্যাসিস্ট করেন মেসি। যা তাঁর নামের পাশে খুব একটা মানানসই নয়। তবে পরের মৌসুমে ৪১ ম্যাচে ২১ গোল এবং ২০টি অ্যাসিস্ট নিয়ে পিএসজির ক্যারিয়ারের শেষ হলো। পিএসজির হয়ে দুটি লিগ শিরোপা এবং একটি ফ্রেঞ্চ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন মেসি।
শুধু মেসি নয় আরেক তারকা ফুটবলার সের্হিও রামোসও বিদায় বলেছেন পিএসজিকে। মেসির ক্লাব ছাড়ার ঘোষণা ম্যাচ শুরুর ঘন্টাখানেক আগে আসলেও, রামোসের ঘোষণাটা আসে তার আগের দিনই। মেসি-রামোসের মত পিএসজি অধ্যায় শেষ হয়েছে চলতি মৌসুমে ডাগআউট সামলানো ক্রিস্তোফ গালতিয়েরের। ফরাসি এই কোচের সাথে দুই বছরের চুক্তি থাকলেও এক মৌসুম শেষেই তা থেমে গেলো।
Wow, marvelous weblog layout! How long have you been blogging for?
you made blogging glance easy. The entire look of your
web site is magnificent, let alone the content material!
You can see similar here sklep online