শারজায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের শারজায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি মারা গেছেন। মঙ্গলবার (৩০মে) ভোরে শারজা’র সানাইয়া শিল্প এলাকায় বাংলাদেশি মালিকানাধীন ইউসুফ ফার্নিচার নামের একটি কারখানায় আগুন লাগলে তারা পুড়ে মারা যান।

নিহতরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের তারাবাড়িয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোঃ ইউসুফ মিয়া (৪৫), মীর হোসেনের ছেলে তারেক হোসেন বাদল (৪২) ও আব্দুল ওয়াহাবের ছেলে মোঃ রাসেল (২৬) এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মোহাম্মদ সুমন। নিহত ইউসুফ মিয়া ২৫ বছর ধরে আমিরাতে ছিলেন। তিনি ফার্নিচার কারখানার মালিকও।

এদের মধ্যে রাসেল কারখানা সংলগ্ন বসবাসের জায়গায় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন বলেও জানিয়েছেন তার সহকর্মীরা।

পুলিশ দুর্ঘটনার বিষয় নিয়ে তদন্ত করছে বলে জানা গেছে। খবর পেয়ে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এবং শ্রম কাউন্সিলর ফাতিমা জাহান সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুবাই কনস্যুলেট  নিহতদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করবে বলে জানা গেছে।

leave a reply