রাবি’র ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সাতজন আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি ও জালিয়াতির অভিযোগে সাতজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল নয়টায় রাবিতে দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা শুরু হয়। এরপর বিভিন্ন ভবনের পরীক্ষাকেন্দ্র থেকে অভিযুক্তদের আটক করা হয়।

অভিযুক্তরা হলো মোঃ এনামুল হক, মোঃ তানভীর আহমেদের (রোল ৫৮৩৯৭) হয়ে প্রক্সি দেয়া মোঃ বিদ্যুৎ হাসান, মোঃ মাইনুল ইসলামের (রোল ৫৬৯৭৯) হয়ে প্রক্সি দেয়া মোঃ সোহানুর রহমান, মোঃ তাহমিদ বিন সাদমানের (রোল ৮২৪৪০) হয়ে মোঃ হোসাইন, মোঃ জাহিদ আল হাসান সিয়ামের (রোল ২১৬০২) হয়ে ও মোঃ স্বপন হোসাইন, তানভীর আহমেদের (রোল ২৪০৯৬) হয়ে পরীক্ষা দিচ্ছিল।

এছাড়া আটককৃত মোঃ আব্দুর রাকিব (রোল ৪০৯৪৩) প্রকৃত পরীক্ষার্থী হলেও তার রেজিস্ট্রেশনে অন্যের ছবি পাওয়া যায়। আটককৃত অপর পরীক্ষার্থীর বিষয়ে রাবি আইসিটি সেন্টার থেকে প্রাপ্ত তথ্য আইন-শৃংখলা রক্ষাকারী কর্তৃপক্ষ যাচাই-বাছাই করছে।

পরে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে বলেন, ‘ভর্তি পরীক্ষা চলাকালে নিয়ম বহির্ভুতভাবে প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় সাতজনকে আটক করা হয়েছে। তারা স্বীকার করেছে তারা প্রক্সি দিতে এসেছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। প্রাথমিকভাবে তারা এই অপরাধের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

২০২২-২৩ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে সোমবার। বুধবার চলতি বছরের ভর্তি পরীক্ষা শেষ হবে। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৭৪টি।

leave a reply