পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ‘Erasmus Mundus’ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মাৎস্যবিজ্ঞান অনুষদের সংগঠন অনুশীলন। মঙ্গলবার সকালে মাৎস্যবিজ্ঞান অনুষদে তাদের সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী প্রণয় মণ্ডলকে ক্রেস্ট তুলে দেন অনুশীলনের পরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল হাসান। বৃত্তি পাওয়ার সুবাদে প্রণয় মণ্ডল বেলজিয়াম, স্পেইন ও নেদারল্যান্ডস এই তিন দেশে স্নাতকোত্তর করার সুযোগ পাবেন। বৃত্তিপ্রাপ্ত অন্য শিক্ষার্থী সৃজিতা হাওলাদার স্নাতকোত্তর করার সুযোগ পাবেন বেলজিয়াম, নরওয়ে ও নেদারল্যান্ডসে।
এসময় আরও সংবর্ধনা দেওয়া হয় অনুশীলনের বিদায়ী সেক্রেটারি আল আজিমসহ অন্যান্য কার্যকরী সদস্যদেরকে। অনুষ্ঠানে বিদেশে উচ্চশিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি মাৎস্যবিজ্ঞানের সাবেক ডিন অধ্যাপক ড. লোকমান আলী। এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নিউটন সাহা।