গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীর নিয়ে মাথা ব্যথা নেই: মায়া

জাহাঙ্গীর আলমের বিষয়ে মাথা ঘামাচ্ছে না আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মঙ্গলবার সকালে দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জানান, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আজমত উল্লা খানকে বিজয়ী করার লক্ষ্য বৈঠকে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে সিটি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিটিংয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই নির্বাচন সফল করতে বিশাল কর্মী বাহিনী দরকার তাই গাজীপুরের সর্বস্তরের জনগণসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন ও স্বাধীনতা স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করে এই নির্বাচনে জয়লাভ করতে চাই।

মায়া আরও বলেন, ভোটের মাধ্যমে জয়লাভ করতে চাই। কোন প্রকার সন্ত্রাস, আগুন সন্ত্রাস করে যেন কেউ বৈতরণি পার না হতে পারে তার জন্য কর্মীদের সজাগ থাকার নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য থানা ভিত্তিক, সেন্টার ভিত্তিক কমিটি হবে, বেশিরভাগ কমিটি হয়েছে। ৯ তারিখের আগেই সমস্ত কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সিমিন হোসেন রিমি, সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল উপস্থিত ছিলেন।

এছাড়াও টিমের সদস্য হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত, তারানা হালিম, সানজিদা খানম, আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, মোহাম্মদ সাইদ খোকন, রেমন্ড আরেং ও নির্মল কুমার চ্যাটার্জিসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের শীর্ষ নেতারা।

এদিকে গত শনিবার (১৫ এপ্রিল) দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় গাজীপুরে নৌকার টিকিট পান অ্যাডভোকেট আজমত উল্লা খান। তার পক্ষে নির্বাচনী কাজ করতে ২৮ সদস্যদের কেন্দ্রীয় একটি সমন্বয়ক টিম গঠন করা হয়েছে।

leave a reply