দুস্থদের জন্য পবিপ্রবি শিক্ষার্থীদের ব্যতিক্রমী ইফতার আয়োজন

পটুয়াখালীর পায়রা সেতু পার হয়ে একটু ভিন্নরকম চিত্র চোখে পড়ল মঙ্গলবার ইফতারের পূর্ব মুহূর্তে। গোল চত্বরের মাঝে অবস্থিত ইউনিভার্সিটি স্কায়ারের উপর সারি সারি করে সাজানো ইফতারের প্যাকেট। দিনমজুর, অভাবগ্রস্থ ও দুস্থ মানুষজন যে যার মতো ইফতার সামগ্রী সংগ্রহ করছেন সেখান থেকে। নেই কোন ফটোসেশন কিংবা লাইনে দাঁড়ানোর নিয়মনীতি।

এমন ব্যতিক্রম আয়োজনে ১১ এপ্রিল দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন হিউম্যান ভয়েসের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিট। মূলত ‘আমরা পরিবর্তনে বিশ্বাসী’ স্লোগান নিয়ে সেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ভয়েস। প্রতিষ্ঠার পরপরই এর ব্যতিক্রমী সামাজিক কর্মকাণ্ডগুলো নজর কেড়েছে সবার।

হিউম্যান ভয়েস পবিপ্রবি ইউনিট এর সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ‘দুস্থ ও অসহায় মানুষদের জন্য কিছু করতে পারাটা এক ধরনের স্বর্গীয় সুখ এনে দেয়। আমাদের বাড়িয়ে দেয়া হাতে, কেউ কেউ তাদের পথ চলার, বেঁচে থাকার ভরসাটুকু পায়। কেবল লোক দেখানোই নয়, বরং সত্যিকার অর্থে মানুষের কাছাকাছি পৌঁছানোর প্রয়াসেই আজকের এই ইফতার আয়োজন।’

সংগঠনটির সাধারণ সম্পাদক নাফীস তাহমিদ বলেন, ‘আমরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করি এই বিশ্ববিদ্যালয়, আশেপাশের এলাকা এবং দেশের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমরা আজ সামর্থ্য অনুযায়ী স্থানীয় অসহায়, দুঃস্থ ও পথচারীদের জন্য ইফতারের অয়োজন নিয়ে এখানে এসেছি।’

এ আয়োজনে হিউম্যান ভয়েস পবিপ্রবি ইউনিটের অন্যান্য সদস্য, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

leave a reply