র‍্যাগিং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করে: ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়কে র‍্যাগিংমুক্ত ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করতে র‍্যাগিং বিরোধী কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে শোভাযাত্রা বের হয়। এটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‍্যালের পাদদেশে সমবেত হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শাপলা ফোরামের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাগণ, ছাত্রলীগ নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আমাদের সময়ে র‍্যাগিং শব্দটির বাস্তবে পরিমিতিবোধ ছিল। কিন্তু আজ এটি অপরাধের পর্যায়ে চলে গেছে। ফলে এটি বন্ধে হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা যাদের ওপর জাতি ভরসা করে তাদের জন্য এটা খুবই লজ্জাজনক। এটা উপলব্ধি হোক, অঙ্গীকার হোক, আগামীতে যেন র‍্যাগিং বিরোধী এই ধরনের মিছিল কিংবা প্রচার, সভা সমাবেশ না করতে হয়। এটা আমাদের মর্যাদা দেয় না। এই বিষয়টা শুধু বিশ্ববিদ্যালয়ের না, সরকারের ভাবমূর্তিও নষ্ট করে।’ 

তিনি আরও বলেন, ‘শুধু রাজনৈতিক স্লোগান দেওয়াটাই ছাত্র সংগঠনের কাজ না। মানবিক দেশ যদি গড়তে হয়, মানুষের বসবাসের দেশ যদি বানাতে হয়, তাহলে সকল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের মানবিকতা আশা করব। র‍্যাগিং জাতীয় ঘটনা যদি দ্বিতীয়বার পুনরাবৃত্তি হয় তাহলে হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের দরকার হবেনা, আমরাই এর বিচার করব। এজন্য যদি কোন ঝুঁকি নিতে হয় তাতেও সেটা করব।’

leave a reply