নাটোরের নলডাঙ্গায় গঙ্গা স্নান পালন করেছেন শতশত পূণ্যার্থী। বুধবার (২৯ মার্চ) উপজেলার পূর্ব সোনাপাতিল শ্বশান ঘাটে ও শ্যামনগর বারনই নদীতে ভোর থেকে শুরু হয় পূণ্যস্নান। দীর্ঘকাল থেকে চৈত্র মাসের অষ্টমী তিথিতে এ পূণ্যস্নান অনুষ্ঠিত হয়ে আসছে।
পাপমুক্ত হয়ে পূণ্য লাভের আশায় ভোর থেকে হাজার হাজার পূণ্যার্থী বারনই নদীর পূর্ব সোনাপাতিল শ্বশান ঘাটে ও শ্যামনগর ঘাটে ভীড় জমাতে থাকেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে, অন্য যে কোনও স্নানের চেয়ে এ স্নানে পূণ্য বেশি বলে বিভিন্ন জেলার পূণ্যার্থীরা এখানে স্নানে অংশগ্রহণ করে থাকেন। দূরদূরান্তের থেকে এসে জড় হয় সাধু সন্যাসীরা।
এছাড়াও আয়োজন করা হয় কালী পূজা ও কীর্তন মেলা। এ উপলক্ষ্যে পূর্ব সোনাপাতিল শ্বশান ঘাটে ও শ্যামনগর বারনই নদীতে ঘাট এলাকা জুড়ে রকমারী পসরা নিয়ে বসেছে মেলা।
শ্যামনগর পুজা আয়োজক কমিটির সভাপতি তাপস কুমার বলেন, বছরের এই সময়টায় প্রতিবছর এই আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকা থেকে পূর্ণার্থীরা সমবেত হন। গঙ্গাস্নান উপলক্ষে এলাকায় প্রতিটি বাড়িতে বাড়িতে আত্মীয়-স্বজনরা আসে।