জাবি’র ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বাতিলের দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বাতিল এবং ভর্তি ফর্মের দাম না বাড়ানোর দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি জানান তারা।

শিফট পদ্ধতিতে ভর্তি সঠিক মেধার মূল্যায়নে চরম অব্যবস্থাপনা উল্লেখ করে সংগঠনটির সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় যৌথ বিবৃতিতে বলেন, গতবছর ২০২২-২৩ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নানাবিধ সংস্কার করা হয়। তাতে পরীক্ষার ইউনিট সংখ্যা কমানো হয়। পক্ষান্তরে অন্যায্য বাণিজ্যনীতির কবলে ভর্তি ফর্মের মূল্য বহুগুণ বেড়ে যায়। এছাড়াও ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতির নানান ত্রুটির তথ্য নানান সংবাদপত্র মাধ্যমে প্রচারিত হয়। সেই তথ্যসূত্র অনুযায়ী, শিফট পদ্ধতিতে নেওয়া ভর্তি পরীক্ষার বৈষম্যমূলক অবস্থাটি সুস্পষ্ট। এই প্রক্রিয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাথে চরম অসাধুতা করা হয়। অনেকাংশেই প্রকৃত মেধাবীদের বঞ্চিত করা হয়, যা তাদের জন্য দুর্ভাগ্যজনক এবং বিশ্ববিদ্যালয়ের জন্যও লজ্জার।

নেতৃবৃন্দ প্রশাসনের ফি বৃদ্ধির চেষ্টাকে ‘অপকৌশল’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই প্রশাসন গত বছর ক্যাম্পাস বন্ধের সময়ে অযাচিতভাবে ভর্তি ফর্মের মূল্যবৃদ্ধি করেছে। সাধারণ শিক্ষার্থীরা যাতে অযৌক্তিক এই সিদ্ধান্ত নিয়ে কথা বলার সুযোগ না পায়। এমন মুনাফালিপ্সা ও চৌর্যবৃত্তি শিক্ষক সমাজের জন্য অপমানজনক বলেও মন্তব্য তাদের।

নেতৃবৃন্দ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আবারও বন্ধকালীন ক্যাম্পাসে চুপিসারে ফর্মের মূল্যবৃদ্ধি করার পাঁয়তারা করা হয়, তবে তা শিক্ষার্থীরা কোনভাবেই মেনে নেবেনা এবং এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।

leave a reply