পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘জিয়াউর রহমানরা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে অনেক চেষ্টা করেছে। খুনিরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলে আওয়ামী লীগ ও শেখ মুজিবের নাম কেউ উচ্চারণ করবে না। তারা জানতো না পোস্টারের শেখ মুজিবকে ছিঁড়ে ফেলা যায়, দেয়ালের শেখ মুজিবকে মুছে ফেলা যায় কিন্তু বাঙালির হৃদয়ের শেখ মুজিবকে কেউ মুছে ফেলতে পারবে না।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব: একুশ শতকের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন এ কে এম এনামুল হক শামীম।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে জাতীয় শিশু দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় মুখ্য আলোচকের বক্তব্যে কবি কামাল চৌধুরী বলেন, ‘বাঙালি এখন পৃথিবীর তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী। পৃথিবীর অপরাপর জাতি চীন, আরব জাতির নিজস্ব ভূখন্ড থাকলেও বাঙালির ছিল না। বাংলাদেশিদের জন্য যিনি রাষ্ট্রকাঠামোর ব্যবস্থা করেন তিনিই শেখ মুজিবুর রহমান।’
একুশ শতকে শেখ মুজিবের ভাবনা প্রসঙ্গে তিনি জানান, ‘বিশ শতকে জাতি রাষ্ট্রের জয়জয়কার চলত। বঙ্গবন্ধুর জাতীয়তাবাদ ছিল বৈষম্য, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। শান্তির জন্য যারা আওয়াজ তুলতেন বঙ্গবন্ধু তাদের পক্ষেই ছিলেন।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক নূরুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার রহিমা কানিজ, উপ-উপাচার্য (প্রশাসন) শেখ মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আক্তারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।