রাজশাহীতে বিএমডিএ’র আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। শুক্রবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সকালে রাজশাহী সিএন্ডবির মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারিরা।

বিএমডিএ’র নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রশীদের সভাপতিত্বে এসময় উপস্থিতি ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলীগণ, প্রকল্প পরিচালক মোঃ সেলিম কবীর, বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়সহ এর আওতাধীন বিভিন্ন দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভা করা হয়।

এছাড়াও বিএমডিএ‘র জামে মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

leave a reply