চবিতে অনুষ্ঠিত হলো ক্লাসিক্যাল লিবারেল কনফারেন্স

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল ক্লাসিক্যাল লিবারেলিজম কনফারেন্স। ১৪ ও ১৫ মার্চ ক্যাম্পাসের সোশ্যাল সায়েন্স অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। এটি ছিল বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন। ফ্রেডরিক নওমান ফাউন্ডেশন ফর ফ্রিডম (এফএনএফ) এর সহায়তায় স্টুডেন্টস ফর লিবার্টি (এসএফএল) এর বাংলাদেশ অঞ্চলে সংগঠনটির উদ্দেশ্য, দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রম প্রসারিত করতে এই উদ্যোগ নেয়া হয়। এই সম্মেলনের প্রতিপাদ্য ছিল বাজারভিত্তিক পরিবেশবাদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসএফএল বাংলাদেশ এর রিজিওনাল কোর্ডিনেটর রাশিদ শাহরিয়ার নাফি। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাউথ এশিয়া স্টুডেন্টস ফর লিবার্টির প্রোগ্রাম ম্যানেজার ডেনিস জোস, ফ্রেডরিখ নওমান ফাউন্ডেশন ফর ফ্রিডম এর প্রোগ্রাম ম্যানেজার ওমর মোস্তাফিজ।

কনফারেন্স পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন ন্যাশনাল কোর্ডিনেটর আরশি ইরতিজা এবং ইফফাত জাহান ইফা। অনুষ্ঠানের কারিগরি সহায়তায় ছিলেন এসএফএল এর ডিজাইন ও মার্কেটিং ট্র্যাক এর ন্যাশনাল কোর্ডিনেটর দিব্য দাস। প্রায় ৫০০ জন শিক্ষার্থী এই কনফারেন্সে অংশগ্রহণ করেন।

কনফারেন্সে বক্তারা ব্যক্তি স্বাধীনতা, আন্তঃব্যক্তিক যোগাযোগ, মুক্ত বাজার, পরিবেশ রক্ষা বিষয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, স্টুডেন্টস ফর লিবার্টি মনে করে জলবায়ু পরিবর্তনের সমাধান হলো- বাজারভিত্তিক পরিবেশবাদ। কারণ এটি ব্যক্তি, ব্যবসা এবং সরকারকে তাদের গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমাতে এবং আরও টেকসই অনুশীলন গ্রহণ করতে সহযোগিতা করে। এর পাশাপাশি বাজার সরবরাহ এবং চাহিদার নীতিতে কাজ করে।

তারা জানান, যখন জলবায়ু পরিবর্তনের কথা আসে, তখন গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর জন্য অর্থনৈতিক প্রণোদনা প্রদানের জন্য বাজারকে কাজে লাগানো যায়। কনফারেন্সে এ বিষয়ে বিশেষজ্ঞরা তাদের মতামত তুলে ধরেন।

দু’দিনব্যাপী কনফারেন্সে প্যানেলিস্ট হিসেবে বেশ কয়েকজন অধ্যাপক, পেশাজীবী এবং মুক্তমনা ব্যক্তি অংশগ্রহণ করেন। তারা হলেন-অধ্যাপক এস এম মনিরুল হাসান (সমাজবিজ্ঞান বিভাগ), অধ্যাপক নাসির উদ্দিন (নৃবিজ্ঞান বিভাগ), ড. মাসুদ কামাল, সহযোগী অধ্যাপক (সমাজবিজ্ঞান বিভাগ), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসেন (অর্থনীতি বিভাগ) এবং শৈল্পিক লিমিটেডের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা হোসেইন মুহাম্মাদ ইলিয়াস।

স্টুডেন্টস ফর লিবার্টি- এসএফএল হলো স্বাধীনতাকামী শিক্ষার্থীদের একটি বৈশ্বিক নেটওয়ার্ক। জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করে।

leave a reply