জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-যুক্তরাজ্য

বাংলাদেশ ও যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একসাথে কাজ করবে। রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ান এ বিষয়ক একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।

এই চুক্তির আওতায় বাংলাদেশ ও যুক্তরাজ্য জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে নিয়ে একসাথে কাজ করবে। চুক্তির বিষয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেন, চুক্তিটি মূলত কপ-২৬, কপ-২৭ এর যেসব সিদ্ধান্ত রয়েছে, সেগুলো বাংলাদেশ ও যুক্তরাজ্য একসাথে বাস্তবায়ন করবে।

সাংবাদিকদের সাথে আলাপকালে শাহরিয়ার আলম আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আগের চেয়ে বেড়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর চেয়ার হিসেবে গত তিনবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়েছেন। সেই সময় আমরা দেখেছি, বাংলাদেশের মতো সক্ষমতা পৃথিবীর বেশিরভাগ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর নেই। সেইসব দেশের কিছু সাহায্য দরকার হয়, তাদেরকে সহায়তা করতে বাংলাদেশ ও যুক্তরাজ্য একসাথে কাজ করবে।

অন্যদিকে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ান বলেন, শান্তি ও নিরাপত্তাসহ দ্বিপাক্ষিক ইস্যুতে বাংলাদেশ-যুক্তরাজ্য একসাথে কাজ করবে।  

leave a reply