স্বাধীনতার বৈধ ঘোষণা ছিল একমাত্র বঙ্গবন্ধুর। তবে অনেকেই ছিলেন পাঠক, কিন্তু পাঠক আর ঘোষক এক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, যারা সাত মার্চ পালন করেনা তারা স্বাধীনতার পক্ষের নয়। সাত মার্চ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এসব মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষে ফুলের শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর দৌহিত্র রাদোয়ান সিদ্দিক ববি। এরপর দলের নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা দেশের স্বাধীনতা আর গণতন্ত্রে করেনা।
পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, বিএনপির পৃষ্টপোষকতায় এখনো স্বাধীনতাবিরোধীরা বাংলাদেশে রাজনীতি করছে। ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে একে একে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জাতির ঐতিহাসিক এই দিনটিকে ঘিরে ধানমন্ডির ৩২ নম্বর ছিল দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পদচারণায় সরব।