কুবিতে ছাত্রলীগের র‍্যাগিং ও যৌন হয়রানি বিরোধী কর্মসূচি

বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ও যৌন হয়রানির বিরুদ্ধে সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে মঙ্গলবার শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে ক্যাম্পাসে র‍্যাগিং বিরোধী এই কর্মসূচি পালন করে তারা। এসময় তারা নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীদের হাতে ‘স্টপ র‍্যাংগিং উই আর ওয়াচিং ইউ’, ‘র‍্যাগিং ও যৌন হয়রানি উভয়ই ফৌজদারি অপরাধ’, ডোন্ট র‍্যাগ;র‍্যাদার ইন্টারেক্ট’ লেখা সংবলিত প্ল্যাকার্ড ছিল।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন বলেন, ‘এন্টি র্যাগিং কর্মসূচি সেক্সুয়াল হারাসমেন্টের বিরুদ্ধে আমাদের আজকের কর্মসূচি। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নতুন আগত শিক্ষার্থী ও আবাসিক হল এবং অন্যান্য জায়গায় তাদেরকে যেভাবে র্যাগিং এর মাধ্যমে  মানসিকভাবে হেনস্থা করা হয়, যার কারণে অনেক শিক্ষার্থী অকালে পড়াশুনা পর্যন্ত ছেড়ে দেয়।এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রতিরোধে আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আমরা প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদেরকে সচেতন করার চেষ্টা করব।

তিনি আরও বলেন, বিভিন্ন ডিপার্টমেন্টে নতুন শিক্ষার্থীদেরকে পরিচিতির নামে যে র্যাগিং করা হয় সেগুলোর বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছেও স্মারকলিপি দেব।

 কুবি উপাচার্য ড.এ এফ.এম আব্দুল মঈন এসময় ছাত্রলীগকে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসেবে থাকার আহ্বান জানান এবং সকল ধরনের জনহিতকর কাজে ছাত্রলীগকে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আগত ভর্তিইচ্ছু শিক্ষার্থীদের প্রতি ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসাও করেন।

leave a reply