ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের অফিস কক্ষের প্রবেশ ফটকে তালা ঝুলিয়ে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী চাকরিজীবী পরিষদের নেতৃবৃন্দ।
সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের কার্যালয়ে কক্ষের সামনে অবস্থান করেন তারা।
অস্থায়ী চাকরিজীবী পরিষদের সভাপতি টিটো মিজান জানান, মাতৃভাষা দিবসের পরদিন থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি বিভিন্নভাবে অপকর্ম করেছেন, নিয়োগ বাণিজ্য, নিয়োগ পীক্ষার প্রশ্ন সরবারহ করেছেন।
তিনি আরও বলেন, আমি চাই এ বিষয়ে একটি তদন্ত কমিটি হোক। তদন্তে উনি যদি নির্দোষ হন তাহলে নির্দোষ আর যদি দোষী হন তাহলে তাকে ক্যাম্পাস ছেড়ে যেতে হবে।